December 1, 2023, 11:25 pm
ষ্টাফ রিপোর্টারঃ জুন মাসে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ ইউনিট হয়েছে বগুড়া জেলা পুলিশ। সোমবার (১৮ জুলাই) বগুড়া জেলা পুলিশকে এই সম্মাননা দেয়া হয়।
রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সম্মাননা স্মারক বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর হাতে তুলে দেন ডিআইজি আব্দুল বাতেন।
এছাড়াও বিভাগে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে বিভাগে ৭ম বারের মতো বগুড়া সদরের ওসি সেলিম রেজা, শ্রেষ্ঠ ইন্সপেক্টর তদন্ত হিসেবে সদর থানায় যোগদানের ৫ মাসে ৪র্থ বারের মতো বগুড়া সদর থানার জাহিদুল হকসহ বিশেষ পুরস্কার হিসেবে শ্রেষ্ঠ এসআই শাজাহানপুর থানার আরিফুল ইসলাম ও সদর থানার এএসআই ডন কংকন বর্মণ পুরস্কৃত হয়েছেন।
পুরস্কার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন এ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), এ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম) সহ রাজশাহী রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সুপারগণ।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র (অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, জেলা পুলিশের থানা ফাঁড়ি তদন্ত কেন্দ্রের আইসি, ওসি, সার্কেল অফিসার, অতিরিক্ত পুলিশ সুপারসহ প্রত্যেক পুলিশ সদস্য এ শ্রেষ্ঠত্ব অর্জনের গর্বিত অংশীদার।
সার্বিক পুলিশিং কার্যক্রমে সহযোগিতা করার জন্য বগুড়া জেলার সকল শ্রেণী-পেশার নাগরিকের কাছে কৃতজ্ঞ বলে জানান তিনি ।