April 19, 2024, 12:36 pm

ইসরায়েলের বন্দর কিনছে ভারতের আদানি

যমুনা নিউজ বিডিঃ ভূমধ্য সাগরের তীরে ইসরায়েলের প্রধান বন্দর হাইফা ভারতের আদানি গ্রুপ ও ইসরায়েলের বাণিজ্যিক প্রতিষ্ঠান গাগতের কাছে বিক্রির ঘোষণা দিয়েছে তেল আবিব। দুটি প্রতিষ্ঠান যৌথভাবে ১১৮ কোটি ডলারে তেল আবিবের কাছ থেকে বন্দরটি কিনে নিচ্ছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২ বছরের দরপত্র প্রক্রিয়ার শেষে কম মূল্যে আমদানি ও স্বল্প সময়ে পণ্য খালাসের শর্তে আদানি ও গাগতের কাছে হাইফা বন্দর বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসরায়েলের অর্থমন্ত্রী আভিগদর লিবারম্যান বলেন, হাইফা বন্দরের বেসরকারিকরণ বন্দরগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়াবে এবং জীবনযাত্রার খরচ কমাবে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদনে আরও বলা হয়, হাইফা বন্দরের অংশীদারিত্বের ৭০ শতাংশ আদানি গ্রুপ ও ৩০ শতাংশ গাদত পেয়েছে।

এদিকে হাইফা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২০৫৪ সাল পর্যন্ত বন্দর পরিচালনা করবে দরপত্রে বিজয়ী ২টি প্রতিষ্ঠান।

সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD