April 1, 2023, 4:05 am
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি শুকনা গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (১৫ জুলাই) ভোরে পাঁচবিবি উপজেলা শহরের বালিঘাটা মহল্লার মহাজের কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ পরিদর্শক আমিরুল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ী ২ জন হচ্ছেন- পাঁচবিবি উপজেলার পশ্চিম মানিকপাড়া গ্রামের মোকসেদ আলীর ছেলে মো: মাসুদ (৩৫) ও ছলিম উদ্দিনের ছেলে ফরিদ মণ্ডল (৪২)। পাঁচবিবি উপজেলা শহরের বালিঘাটা মহল্লার মহাজের কলোনি এলাকার জনৈক হযরত আলীর বাড়িতে গাঁজা কেনাবেচা হচ্ছে গোপন সংবাদে এমন খবর পেয়ে শুক্রবার ভোরে অভিযান চালায় গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আমিরুল ইসলামের নেতৃত্বে অন্যান্য সদস্যরা। এ সময় ২০ কেজি শুকনা গাঁজাসহ মাসুদ ও ফরিদকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ২ মাদকসেবীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হলেও মাসুদের নামে আগেও ৮ টি মাদক মামলা রয়েছে বলেও জানায় ডিবি।