March 29, 2024, 1:40 pm

গাবতলী বিএনপির সভাপতি মিলটনসহ ৩জন কারাগারে

মুহাম্মাদ আবু মুসা: বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র মোরশেদ মিলটনসহ ৩জন কারাগারে গিয়েছেন। গত ২৯মে/২২ গাবতলীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকারের দায়ের করা মামলায় গতকাল ১৪জুলাই/২২ বৃহস্পতিবার ৮৭জন আদলাতে হাজিরা দিলে উপরোক্ত ৩জনের জামিন না মঞ্জু করে কারাগারের হাজতে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ আদালত। এর আগে তাঁরা হাইকোর্ট থেকে ৬সপ্তাহের জামিন পেলে আগামী ১৭জুলাই জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁরা আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে আদালত সকলের জামিন মঞ্জুর হলেও ৩জনের জামিন না মঞ্জু করেন। পরে তাঁদেরকে কারাগারের হাজতে পাঠানো হয়। এঁরা হলেন মোরশেদ মিলটন ছাড়াও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নাড়–য়ামালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, পৌর যুবদলের সাবেক আহবায়ক ও ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ হারুন।

এ বিষয়ে কারাগারে যাওয়া মোরশেদ মিলটনের আইনজীবি একেএম সাইফুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, হাইকোর্ট থেকে জামিন হওয়ার পর মেয়াদ শেষ হওয়ার আগেই ৮৭জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করা হলে উপরোক্ত ৩জনের জামিন না মঞ্জুর করে তাঁদেরকে কারাগারের হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। অপর দিকে মোরশেদ মিলটনসহ ৩জন কারাগারের হাজতে যাওয়ায় তাৎক্ষনিক সন্ধ্যায় গাবতলীতে উপজেলা বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এনামুল হক নতুন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD