December 2, 2023, 12:03 am

বগুড়ায় প্রতিবন্ধী ভক্ত সোহেলের চিকিৎসার দায়িত্ব নিলেন অনন্ত-বর্ষা

কাহালু প্রতিনিধিঃ হেলিকপ্টারে চড়ে আকাশ পথে বগুড়ার কাহালুতে প্রতিবন্ধী ভক্ত সোহেল রানা (২৫) কে দেখতে এসেছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল ও তার সহধর্মিনী চিত্রনায়িকা বর্ষা।  বৃহস্পতিবার বেলা পৌনে ১ টার সময় তাদের বহন করা হেলিকপ্টার উপজেলার কালিপাড়া উচ্চ বিদ্যালয় অবতরণ করে।

তাদের ভক্ত কাহালু উপজেলার নিমারপাড়া গ্রামের মোজামের পুত্র প্রতিবন্ধী সোহেল রানার মাধ্যমে খবর পেয়ে অনন্ত জলিল ও বর্ষাকে এক নজর দেখার জন্য অনেক আগে থেকেই কালিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অসংখ্য মানুষ জড়ো হন।অনন্ত জলিল ও বর্ষার সাথে অনেক আগে থেকেই সোহেল রানার পরিচয়। সেই পরিচয়ের সুবাদে অনন্ত জলিল ও বর্ষা এখানে আসেন। প্রায় এক ঘন্টা এখানে তারা ছিলেন। সমবেত জনতার উদ্দেশে তারা দুজন বলেন, গ্রামের মানুষ খুবই সহজ সরল।

গ্রামের অপরূপ দৃশ্য দেখে আমরা সব-সময় মুগ্ধ হই। গ্রামের মানুষের ফলানো ফসলই বাঁচিয়ে রাখে শহরের মানুষকে।এসময় অনন্ত জলিল ও বর্ষা তার প্রতিবন্ধী ভক্ত সোহেল রানাকে ২ লাখ টাকার আর্থিক সহায়তার আশ্বাস দেন এবং বিদেশে তার সুচিকিৎসা করার জন্যও প্রতিশ্রুতি দেন।এসময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD