April 20, 2024, 12:42 pm

‘সারাদেশে গ্রাম আদালত করা হবে’

যমুনা নিউজ বিডিঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সারাদেশে গ্রাম আদালত তৈরি করতে চায় সরকার। এ প্রকল্পে ২৮ দশমিক ৩৭ মিলিয়ন ডলার দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার সচিবালয়ে ইইউ প্রতিনিধি চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এক্টিভেটিং ভিলেজ কোর্ট (গ্রাম আদালত সক্রিয়করণ), এটিতে ইউরোপীয় ইউনিয়নসহ ইউরোপের আরো কয়েকটি দেশ অর্থায়ন করে। এটি কয়েকটি জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে চলছিল। তাদের বলেছিলাম, সারাদেশে আমরা একসঙ্গে ভিলেজ কোর্ট চালু করতে চাচ্ছি।

তিনি আরো বলেন, এ প্রকল্পে আর্থিক সাহায্যের বিষয়ে ইইউ রাজি হয়েছে। তারা ২৮ দশমিক ৩৭ মিলিয়ন ডলার দেবে। আর ২৫ মিলিয়ন ডলার বাংলাদেশ সরকার দেবে। আমরা একসঙ্গে ভিলেজ কোর্ট শুরু করবো।

এলজিআরডি মন্ত্রী বলেন, গ্রামে ছোটখাটো সমস্যা হলেই মানুষ মামলা-মোকদ্দমা করতে যায়। এতে উভয় পক্ষেরই ক্ষতি হয়। অনেক সময় ব্যয় হয়, কোর্টের ওপর চাপ পড়ে। গ্রাম আদালত হলে বিষয়গুলো সেখানেই সমাধান করা যাবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD