April 1, 2023, 5:44 am
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দাহাট্টা ইউনিয়নের সোবাহানপুর গ্রামের প্রেমিক রকির বাড়িতে প্রেমিকা বিয়ের দাবীতে অনশনে বসেছে।
বুধবার ভোররাত ৪টার দিকে প্রেমিক রকি ময়দানহাট্টা ইউনিয়নের বড়পুকুরিয়া নামক স্থান থেকে বিয়ের প্রলোভন দিয়ে তার প্রেমিকাকে বাড়িতে নিয়ে আসে। বাড়ির লোকজন বিষয়টি মেনে না নেওয়ায় প্রেমিক রকিসহ তার পরিবারের লোকজন কৌশলে শটকে পরে।
প্রেমিক রকি শিবগঞ্জ উপজেলার সোবাহাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানা যায়। সে স্থানীয় দাড়িদহ বাজারে গ্রীলের কাজ করে। প্রেমিকা স্থানীয় একটি মাদ্রাসার ১০ম শ্রেণীর শিক্ষার্থী।
অনশনরত প্রেমিকা জানান, রকি বিয়ের প্রলোভন দিয়ে ৩মাস যাবত শারীরিক সম্পর্ক গড়ে তোলে। তার সাথে আমার ১ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। রকিকে আমার মা বিয়ের কথা বললে, সে টালবাহানা করে। বিষয়টি পরিবারে জানাজানি হলে আমি উপায় না পেয়ে চলে এসেছি। রকি আমাকে বিয়ে না করলে আমার আত্মহত্যা ছাড়া আর কোন উপায় থাকবেনা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ময়দানহাট্টা ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মন্ডল।