April 1, 2023, 5:45 am
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে কয়েক দিন ধরে প্রচণ্ড দাবদাহ ও ঘন ঘন লোডশেডিং চলছে। এতে জেলার জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে নেসকো ও পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহে চরম অনিয়ম দেখা দিয়েছে।
এদিকে, গরম থেতে বাঁচতে শহর-গ্রামের মানুষ হাতপাখা কিনতে দোকানে ভিড় করছেন। প্রতিটি পাখা বিক্রি হচ্ছে ৩০/৪০ টাকা।
ক্রেতা সূত্রে জানা গেছে, পাখার চাহিদা বাড়ার ফলে ব্যবসায়ীরা দামও বৃদ্ধি করেছেন। শহরের দোকানগুলোতে প্রতিদিনই পাখা ক্রেতার ভিড় দেখা যাচ্ছে।
সিরাজগঞ্জ শহরে পাখা কিনতে আসা আসমা বেগম, শাহিদা বেগম, আনোয়ার হোসেন বলেন, কিছু দিন ধরে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। বিদ্যুৎ একবার গেলে দীর্ঘ সময় আর আসে না। উপায়ন্তর না দেখে পাখা কিনতে এসেছি।
এ ব্যাপারে সিরাজগঞ্জ শহরের পাখা বিক্রেতা হাসান আলী বলেন, কিছু দিন ধরে পাখার চাহিদা বেড়েছে। ফলে আমাদের ব্যবসা ভালো হচ্ছে। কিন্তু দাম বাড়েনি।