July 27, 2024, 4:58 am

কবি হেলাল হাফিজ সিএমএইচে ভর্তি

যমুনা নিউজ বিডিঃ কবি হেলাল হাফিজকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কবি হেলাল হাফিজ নিজেই জানান, কয়েক দিন ধরেই তার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। প্রধানমন্ত্রীর নির্দেশে সিএমএইচ থেকে গাড়ি পাঠিয়ে তাকে হাসপাতালে আনা হয়।

কবি হেলাল হাফিজ কিডনি, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল নানান সমস্যায় ভুগছেন। এ ছাড়া চোখের সমস্যা, খেতে না পারা ও হাঁটাচলায় সমস্যা হচ্ছে তার।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণায় হেলাল হাফিজের জন্ম হয়। ১৯৮৬ সালে তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয়। কবিতার জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

এ ছাড়া যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৬), আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার (১৯৮৭), নেত্রকোণা সাহিত্য পরিষদের কবি খালেকদাদ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD