admin
- Wednesday, July 13, 2022 / 143 বার পঠিত
তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে ফেসবুকে পোস্ট করে ঈদে কোরবানির মাংস ও ঘরমুখি মানুষের মাঝে খাবার পানি বিতরণ করেছেন সপ্ন নিয়ে পথচলা সংগঠনের সদস্য বিন্দু। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখি মানুষের মাঝে ৫ শত পিচ পানির বোতল বাসের যাত্রীদের মাঝে বিতরণ ও কোরবানির মাংস অসহায় ৩০ জনের মাঝে ১ কেজি করে বিতরণ করেন সপ্ন নিয়ে পথচলা সংগঠনের সদস্য বিন্দু। এসময় সপ্ন নিয়ে পথচলা সংগঠনের প্রতিষ্ঠাতা বাহাদুর শেখ বলেন ঈদুল আযহা উপলক্ষে ঈদের আগে থেকেই আমাদের গ্রুপে একটি পোস্ট দেই সেই পোস্ট দেখে আমাদের ফেসবুক বন্ধুদের আর্থিক সহযোগিতায় খাবার পানি ও মাংস কালেকশন করে যতটুকু পেরেছি অসহায় মানুষের মাঝে ও ঈদে ঘরমুখি মানুষের খাবার পানি বিতরণ করেছি, এই কৃতিত্ব আমার নয় এই কৃতিত্ব আমার ফেসবুক বন্ধুদের, তিনি আরও বলেন আমাদের এই কার্যক্রম চালাচ্ছি আগামীতেই ও এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।