April 26, 2024, 4:40 pm

ইরানের ড্রোন রাশিয়ার জন্য হতে পারে ‘গেম চেঞ্জার’

যমুনা নিউজ বিডিঃ  যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান সোমবার জানান, রাশিয়াকে কয়েকশ ড্রোন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। সুলিভান আরো জানান, এসব ড্রোন ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করবে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের পাঠানো এসব ড্রোন রাশিয়ার জন্য হতে পারে ‘গেম চেঞ্জার।’ কারণ এসব ড্রোন ব্যবহার করে রাশিয়া পশ্চিমাদের পাঠানো অত্যাধুনিক কামান এবং অন্যান্য নিরাপত্তামূলক প্রতিরক্ষা ব্যবস্থামূলক অস্ত্রের অবস্থান সম্পর্কে জানতে পারবে। পশ্চিমা অস্ত্রগুলোর অবস্থান খুঁজে বের করে সেগুলো ধ্বংস করার কাজটি ত্বরান্বিত করতে পারবে রাশিয়া। পশ্চিমাদের পাঠানো অত্যাধুনিক অস্ত্রের কারণে গত কয়েক সপ্তাহ ধরে খুব বেশি সাফল্য পাচ্ছে না রুশ বাহিনী। এদিকে ইরানের ড্রোন পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান বলেন, আমাদের কাছে আসা তথ্যের মাধমে জানতে পেরেছি ইরানের সরকার রাশিয়াকে কয়েকশ ড্রোন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে অস্ত্রবহনকারী ড্রোনও। এদিকে ইরান এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন দিয়েছে। এসব ড্রোন দিয়ে সৌদি আরবের ওপর হামলা চালিয়েছে হুথিরা। তাছাড়া তারা ইরাকের শিয়াদেরও এসব ড্রোন দিয়েছে। যেগুলো যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা চালাতে কাজে লাগানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD