April 20, 2024, 11:02 am

এ বছর হজে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু

যমুনা নিউজ বিডিঃ পবিত্র হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ১৫ জন প্রাণ হারালেন। এদের মধ্যে ১০ জন পুরুষ এবং পাঁচজন নারী রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ মৃতদের মধ্যে রয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুরের শিরিনা আক্তার (৬০) ও নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৫২)।

৮ জুলাই পবিত্র হজ পালিত হয়েছে। এবার বিদেশ থেকে সাড়ে আট লাখসহ মোট ১০ লাখ মুসুল্লিকে নিয়ে হজ অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে সারাবিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসুল্লি হজে অংশ নিয়েছিলেন। কিন্তু এরপরে মহামারি সংখ্যা হ্রাস করতে বাধ্য করেছিল।

২০২১ সালে মাত্র ৬০ হাজার সৌদির বাসিন্দা হজে অংশ নিয়েছিল, যা ২০২০ সালে ছিল মাত্র কয়েক হাজার।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD