April 19, 2024, 8:44 am

ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়ায় ড্রোন পাঠাবে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

যমুনা নিউজ বিডিঃ  রাশিয়াকে শত শত ড্রোন সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে ইরান। এসব ড্রোনের মধ্যে অস্ত্র পরিবহনে সক্ষম ড্রোনও রয়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইরান এরই মধ্যে রাশিয়াকে কোনো ড্রোন সিস্টেম সরবরাহ করেছে কি না তা জানা নেই যুক্তরাষ্ট্রের।

তবে দেশটির কাছে এমন তথ্য রয়েছে যা ইঙ্গিত দেয় যে ইরান এই মাসের মধ্যে রুশ বাহিনীকে তাদের নির্মিত ড্রোন ব্যবহারের জন্য প্রশিক্ষণ দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

ওয়াশিংটন পোস্ট এর খবরে বলা হয়, গতকাল সোমবার সাংবাদিকদের জ্যাক সুলিভান বলেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে রাশিয়াকে খুব দ্রুত সময়ের মধ্যে অস্ত্র পরিবহনে সক্ষম ড্রোনসহ কয়েক শ ড্রোন সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ইরান।

ইরান স্বল্প, মধ্যম ও দূরপাল্লার ড্রোন তৈরি করে থাকে। সম্প্রতি ড্রোন থেকে ছুড়তে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে দেশটি। রাশিয়ার দীর্ঘদিনের মিত্র ইরান। সম্প্রতি সিরিয়া ইস্যুতে দুই দেশের ঘনিষ্ঠতা বেড়েছে।

এর আগেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে চীনের কাছে অস্ত্র সহায়তা চেয়েছে রাশিয়া। তবে সে সময় ওয়াশিংটনের পক্ষ থেকে এমন দাবির সপক্ষে কোনো প্রমাণ হাজির করা হয়নি।

তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লড়তে হালকা ও ভারী যুদ্ধাস্ত্র সরবরাহ করে আসছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ ইউক্রেন পরিস্থিতিকে জটিল করে তুলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD