April 26, 2024, 3:22 pm

শ্রীলংকায় গোতাবায়ার বাসভবনে পাওয়া গেল পৌনে ২ কোটি রুপি!

যমুনা নিউজ বিডিঃ   শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারি বাসভবনের ভেতরে ঢুকে ১ কোটি ৭৮ লাখ রুপি খুঁজে পেয়েছেন বলে দাবি করেছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা।

রোববার (১০ জুলাই) সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা খুঁজে পাওয়া নোটগুলো গণনা করছে।

উদ্ধারকৃত অর্থ নিরাপত্তা ইউনিটের কাছে হস্তান্তর করার জন্য বলা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মিরর। প্রাসঙ্গিক তথ্যগুলো খতিয়ে দেখবে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার শত শত সরকারবিরোধী বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে কলম্বোর উচ্চনিরাপত্তাবেষ্টিত ফোর্ট এলাকায় রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়ে। দ্বীপরাষ্ট্রটির সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের কারণে রাজাপাকসের পদত্যাগ দাবি করেন তারা। বিক্ষোভকারীদের আরেকটি দল প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে ঢুকে আগুন ধরিয়ে দেয়।

প্রেসিডেন্ট এখন কোথায় অবস্থান করছেন, তা এখনও জানা যায়নি। বিক্ষোভকারীরা শহরে ঢুকে পড়ার পর থেকে সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্দেনার সঙ্গে শুধু যোগাযোগ রেখেছিল গোতাবায়া। স্পিকার শনিবার গভীর রাতে ঘোষণা করেন, প্রেসিডেন্ট বুধবার পদত্যাগ করবেন।

সূত্র : পিটিআই

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD