April 24, 2024, 6:42 am

সারাদেশে প্রায় ১ কোটি পশু কোরবানি

যমুনা নিউজ বিডিঃ সারাদেশে প্রায় এক কোটি গবাদিপশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সোমবার (১১ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন জানান, এ বছর সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদিপশু কোরবানি হয়েছে, যা গত বছরের তুলনায় আট লাখ ৫৭ হাজার ৫২১টি বেশি।

মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর ঢাকা বিভাগে ২৪ লাখ ৯১ হাজার ৭৬৮টি গবাদিপশু কোরবানি হয়েছে। চট্টগ্রাম বিভাগে ২১ লাখ ২৮ হাজার ৪৫৯টি, রাজশাহী বিভাগে ১৯ লাখ ৯৮ হাজার ১২৮টি, খুলনা বিভাগে ৯ লাখ ২৬ হাজার ২০৯টি, বরিশাল বিভাগে চার লাখ ৯৮ হাজার ৯৩৭টি, সিলেট বিভাগে তিন লাখ ৯২ হাজার ৫৮৩টি, রংপুর বিভাগে ১১ লাখ ৩৮ হাজার ৮৯৬টি, ময়মনসিংহ বিভাগে তিন লাখ ৭৫ হাজার ৭৮৩টি গবাদিপশু কোরবানি হয়েছে।

এদিকে ঈদের দিনসহ তিনদিন পশু কোরবানির বিধান রয়েছে। সে হিসেবে গবাদিপশু কোরবানি সংখ্যা কিছু বাড়বে।

উল্লেখ্য, গত বছর সারাদেশে ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি গবাদিপশু কোরবানি হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD