October 13, 2024, 2:00 am
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে নয়ন আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ জুলাই) সন্ধ্যার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আরামবাগ এলাকায়, ফারুকের হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, সেখানে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
নিহত নয়ন আলী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের ১নং কলোনিপাড়ার লিয়াকত আলীর ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা ও নয়নের স্বজনরা জানান, রোববার সন্ধ্যার দিকে কয়েকজন মিলে নয়ন আলীর ওপর আক্রমণ করে, ছুরি দিয়ে দেহের বিভিন্ন স্থানে আঘাত করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এর সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।