April 26, 2024, 11:51 am

মধ্যপ্রাচ্যে আজ ঈদ সম্পন্ন

যমুনা নিউজ বিডিঃ  বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শনিবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করছে প্রবাসী বাংলাদেশিসহ ওইসব দেশের নাগরিকেরা।
হিজরি বর্ষপঞ্জিতে শেষ মাস জিলহজের দশম দিনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় মুসলিমদের দ্বিতীয় বৃহৎ উৎসব ঈদুল আজহা।
সৌদির বাদশাহ সালমান এবং যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান ঈদুল আজহা উপলক্ষে মুসলিম দেশগুলোর নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। তাঁরা মুসলিম উম্মাহর সুখী প্রত্যাবর্তন কামনা করেছেন। পাশাপাশি মুসলিম জাতির আরও অগ্রগতি, সমৃদ্ধি, দীর্ঘস্থায়ী নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করেছেন। খবর আরব নিউজের।
আজ সৌদি আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করা হচ্ছে।
এদিকে, ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের নেতারা আমিরাতের জনগণ, আরব ও ইসলামিক দেশগুলোকে তাঁদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। খবর গালফ নিউজের।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ঈদুল আজহা উপলক্ষে আরব ও ইসলামিক দেশের বাদশাহ, প্রেসিডেন্ট এবং আমিরদের অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD