April 19, 2024, 10:58 pm

জয়পুরহাটে স্ত্রীর দায়ের করা মামলায় ওসিকে অব্যাহতি

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটে আক্কেলপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমানকে স্ত্রী দায়ের করা মামলায় তাঁকে দায়িত্ব থেকে অব্যহতি দেওযা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ বিষয়টা নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ২০২১ সালের ৮ জানুয়ারি সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে ওসি সাইদুর রহমানের স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় গত ৯ জানুয়ারি ওসি ছাইদুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে প্রায় ছয় মাস থেকে দায়িত্ব পালন করেছে আক্কেলপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাইদুর রহমান। গত বুধবারে সিরাজগঞ্জের জেলা জজ কোর্টের স্পেশাল পিপি মাধ্যমে অবৈতনিক ভাবে জামিন পেয়েছে তিনি। তার পক্ষে আইনজীবী ছিলেন মো. লোকমান হাকীম। ওই দিনে সন্ধ্যায় তাড়াশ থানায় জামিনের কপি জমা দিয়েছেন।

এ ব্যাপারে মামলার বাদী আম্বিয়া খাতুন মুঠোফোনে জানান, পারিবারিকভাবে একাধিক সমাধানের চেষ্টা করা হয়েছিল। আমার একটা খালার সাথে যোগাযোগ করে সমাধান করবে না বরং সে (ওসি) বিভিন্নধরনের হুমকি দিয়ে যাচ্ছে। শুধুমাত্র নামমাত্র খরচ দিতেন তার মেয়েকে, যা ব্যয়ের তুলনায় অনেক কম। কিন্তু আমাকে কোন ধরনের সুযোগ সুবিধার দেয় না।

এ ব্যাপারে সুধী মহলের আপে করে জানায়, জনতাই পুলিশ পুলিশই জনতা এই স্লোগানটা শুধু মুখে মুখেই রয়ে গেছে আসলে এর কোন বাস্তবায়ন প্রতিফলন নেই। শুধুমাত্র জনতার ক্ষেত্রেই আইনের যথাযথ প্রয়োাগ করা হয পুলিশের ক্ষেত্রে নয়।

এ ব্যাপারে জয়পুরহাটের পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা মুঠোফোনে জানান, এ ঘটনায় আক্কেলপুর থানায় ওসি সাইদুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD