April 25, 2024, 4:39 pm

নতুন তেলের খনি পেয়েছে রাশিয়া

যমুা নিউজ বিডিঃ রাশিয়া- ইউক্রেন যুদ্ধে যখন গোটা বিশ্বে চলছে জ্বালানি তেলের সংকট, তখন রাশিয়ায় আবিষ্কার হয়েছে বিশাল এক তেলের খনি।

রাশিয়ার প্রধান জ্বালানি কোম্পানি রোজনেফত ঘোষণা করেছে, তারা আর্কটিক অঞ্চলের পেচোরা সাগরে নতুন একটি বিশাল তেলের খনির সন্ধান পেয়েছে। এ খনিতে প্রায় ৮২ মিলিয়ন টন তেল মজুদ রয়েছে।

সাম্প্রতিককালে রাশিয়া যে সব তেলের খনি আবিষ্কার করেছে এটি হচ্ছে তার মধ্যে অন্যতম বড় খনি।

রোজনেফত এক বিবৃতিতে জানিয়েছে, পেচোরা সাগরের মেদিনস্কো-ভারান্দেস্কি এলাকায় এই তেলের খনির সন্ধান পাওয়া গেছে। পরীক্ষা করে দেখা গেছে যে, সেখানে প্রতিদিন সর্বোচ্চ ২২০ ঘনমিটার প্রবাহ রয়েছে।

রোজনেফত জানিয়েছে, এই খনির তেলের মান খুবই উন্নত, এই তেল হালকা, সালফারের পরিমাণ খুবই কম এবং ঘনত্বও কম।

পেচোরা সাগরের এই এলাকায় তেলের খনি পাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হলো যে, তিমান-পেচোরা প্রদেশে এমন তেলের খনি পাওয়ার গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে এবং নতুন এই খনি ওই অঞ্চলে আরও তেল অনুসন্ধানের সুযোগ করে দিয়েছে।
তথ্যসূত্র : ওয়েল প্রাইজ ডটকম

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD