February 9, 2023, 11:53 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় তেলের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ৫টি প্রতিষ্ঠানে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের কলোনী বাজারে অভিযানটি পরিচালনা করেন।
অভিযানে, বিসমিল্লাহ ওয়েল মিলে ৩ হাজার, নয়ন স্টোরে,লালমিয়া,আয়েশা ও রাজা স্টোরে ২ হাজার করে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে তাদের অর্থদণ্ড দেওয়া হয়। প্রতিষ্ঠান পাঁচটি তাদের মূল্যে তালিকা প্রদর্শন করতে পারেনি। পাশাপাশি সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য আদায় করছিলেন তারা।
অভিযানে জেলা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার কাজে উপস্থিত ছিলেন।