April 23, 2024, 9:14 am

বুস্টার ডোজ নিয়েছেন ২ কোটি ৯৫ লাখ মানুষ

যমুনা নিউজ বিডিঃ   দেশের ২ কোটি ৯৫ লাখ ৯ হাজার ৯২৭ জনকে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এছাড়া দেশে এ পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৯৪ লাখ ৯৩ হাজার ৫৪৬ জন এবং দুই ডোজ নিয়েছেন ১১ কোটি ৯৬ লাখ ৭ হাজার ৭৯০ জন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের করোনার টিকা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৯৬ জনকে প্রথম ডোজ, ৩০ হাজার ১৮৬ জনকে দ্বিতীয় ডোজ এবং এক লাখ ৫২ হাজার ৬০২ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এসব টিকার মধ্যে রয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

দেশে মোট ১২ কোটি ৯৪ লাখ ৯৩ হাজার ৫৪৬ জন টিকার আওতায় এসেছেন। তাদের মধ্যে সুরক্ষা অ্যাপ নিবন্ধন করেছেন ৯ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৭৫৩ জন। বাকি দুই কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৭৯৩ জন নিবন্ধন ছাড়াই টিকা নিয়েছেন।

গত বছরের ১ নভেম্বর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম চালুর পর এরই মধ্যে এক কোটি ৭৩ লাখ ৪৬ হাজার ৯০১ জনকে প্রথম ডোজ পেয়েছেন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৬৫৮ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD