April 20, 2024, 2:28 pm

মেঘনা নদী ভাঙনে বিলীন ২৫ বসতভিটা

যমুনা নিউজ বিডিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী গ্রামগুলোতে নদীভাঙন শুরু হয়েছে। গত কয়েক দিনে প্রায় ২৫টি বসতভিটা বিলীন হয়েছে।

সোমবার (৪ জুলাই) সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। তবে এরই মধ্যে আরও অর্ধশত পরিবার ভাঙনঝুঁকিতে রয়েছে।

জানা গেছে, বর্ষা মৌসুম এলেই উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয়। গত কয়েক দিনে ওই ইউনিয়নের চরলাপাং, চিত্রী ও দড়িলাপাং গ্রামের প্রায় ২৫টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এরই মধ্যে নদীতে ঘরবাড়ি হারিয়ে মানবেতর অবস্থায় আছেন লোকজন। নদীর অব্যাহত ভাঙনের কারণে ঝুঁকিতে আছে নদী তীরবর্তী আরও প্রায় অর্ধশত ঘরবাড়ি।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল সিদ্দিক বলেন, নদী ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ সহায়তা ও শুকনো খাবার দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD