March 23, 2023, 6:16 pm
৩ জুলাই রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১, বাংলাদেশ নর্থ বেঙ্গল এর সকল ক্লাব এর অংশগ্রহণে বগুড়ায় ইয়ার ল্যাঞ্চিং র্যালী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি হোটেল মমইন থেকে শুরু হয়ে ঠেঙ্গামারা মেডিকেল কলেজ চত্ত¡রে শেষ হয়। র্যালী শেষে ঠেঙ্গামারা মেডিকেল কলেজ ও রফাতুল্লা কমিউনিটি হাসপাতাল এর হলরুমে আলোচনা সভা হয়। সভায় রোটারি গেøাবাল গ্র্যান্ট প্রজেক্ট নিয়ে আলোচনা করা হয় এবং সভা শেষে রোটারির সাথে টিএমসি ও আরসিএইচ এর চলমান গেøাবাল গ্র্যান্ট প্রজেক্ট পরিদর্শন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল পাস্ট প্রেসিডেন্ট হলগার নেক এন্ড পাস্ট ফাস্ট লেডি সুজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩২৮১ গভর্নর ইঞ্জিনিয়ার এম.এ ওয়াহাব, পাস্ট ডিস্ট্রিক্ট ৩২৮১ গভর্নর খায়রুল আলম, ডিস্ট্রিক্ট সেক্রেটারী এহসানুল হাবীব, পাস্ট প্রেসিডেন্ট মোঃ শহীদুল বারী। অনুষ্ঠান পরিচালনা করেন ইভেন্ট চেয়ার মামদুদুর রহমান শিফন। নর্থ বেঙ্গলে এই প্রথম কোন রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ও ফাস্ট লেডি আগমন ঘটল। যাহা নর্থ বেঙ্গল এর সকল রোটারিয়ানবৃন্দকে আর্ত-মানবতার সেবায় কাজ করার উৎসাহ যোগাবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব বগুড়া, রোটারি ক্লাব অব পাবনা, রোটারি ক্লাব অব রংপুর, রোটারি ক্লাব অব মহাস্থান, রোটারি ক্লাব অব সিরাজগঞ্জ, রোটারি ক্লাব অব পাবনা রুপকথা, রোটারি ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন, রোটারি ক্লাব অব ঈশ্বরদী, রোটারি ক্লাব অব রাজশাহী, রোটারি ক্লাব অব রাজশাহী শাইনিং, রোটারি ক্লাব অব পাবনা নিউসিটি, রোটারি ক্লাব অব বগুড়া করতোয়া, রোটারি ক্লাব অব রাজশাহী পদ্মা, রোটারি ক্লাব অব দিনাজপুর, রোটারি ক্লাব অব রংপুর মেট্রোপলিটন, রোটারি ক্লাব অব নওগাঁ পাহারপুর, রোটারি ক্লাব অব রংপুর সিনার্জি এর প্রেসিডেন্ট, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট, পাস্ট প্রেসিডেন্ট, সেক্রেটারী সহ সকল রোটারিয়ানবৃন্দ ।