April 20, 2024, 8:40 am

সাতক্ষীরা সীমান্তে আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক

এমএমবি নিউজ নিউ

সাতক্ষিরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে দুটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (০২ জুলাই) সকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩ সাব পিলার ৩ এর ৯ আরবি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জব্দ করা দুটি পিস্তলের মধ্যে একটি বিদেশি ও একটি দেশীয় তৈরি।

আটক যুবকের নাম বদরুজ্জামান (৩৪)। তিনি কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালী গ্রামের দবির উদ্দীনের ছেলে।

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, গোপন খবর পেয়ে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩ সাব পিলার ৩ এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী বদরুজ্জামানকে হাতে নাতে আটক করা হয়।

জব্দ করা অস্ত্র দুটির বাজার মূল্য এক লাখ ১০ হাজার ২৪০ টাকা।

তিনি আরও জানান, জব্দ হওয়া অস্ত্র ও গোলাবারুদসহ আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD