April 25, 2024, 8:11 pm

ভারতের মণিপুরে ভূমিধসে নিহত ১৪, নিখোঁজ ৫০

যমুনা নিউজ বিডিঃ   ভারতের মণিপুরের নোনি জেলায় বড় ধরনের ভূমিধসে রেলওয়ে নির্মাণ শিবির ধসে পড়ার পর অন্তত ১৪ জন নিহত এবং তিনজন রেলওয়ে প্রকৌশলীসহ ৫০ জন নিখোঁজ হয়েছেন। বুধবার (২৯ জুন) রাতে এ ঘটনা ঘটে।

জিরিবাম এবং রাজ্যের রাজধানী ইম্ফলের মধ্যে নতুন রেললাইন নির্মাণের জন্য স্থাপন করা হয়েছিল ধসে পড়া ওই শিবিরটি।

বৃহস্পতিবার (৩০ জুন) রাত পৌনে ৯টায় এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ২০ জন সৈন্যসহ কমপক্ষে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। সংখ্যা আরও বাড়তে পারে।

নিহতদের বেশির ভাগই ১০৭ টেরিটোরিয়াল আর্মির সদস্য, যারা টুপুল রেলওয়ে ইয়ার্ডের কাছে নির্মাণ এলাকার নিরাপত্তার জন্য মোতায়েন ছিল।

ইম্ফলে মণিপুর পুলিশের মহাপরিচালক পি ডুঞ্জেল সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে ফোন করেছেন এবং পরিস্থিতি ও উদ্ধার প্রচেষ্টার পর্যালোচনা করেছেন। বীরেন সিং ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের পরিবারের জন্য ৫ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি অনুদান ঘোষণা করেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীও হতাহতের ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন।

সূত্র : ডেকান হেরাল্ড

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD