March 27, 2023, 11:35 pm
স্টাফ রিপোর্টার : বগুড়া পৌরসভার নিজস্ব অর্থায়নে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে ২ নং ওয়ার্ডের বৃন্দাবন পূর্ব পাড়ায় ধানসিড়ি ছাত্রী নিবাস সংলগ্ন রাস্তায় সিসি ঢালাই কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম বিটু, সংরতি ওয়ার্ড কাউন্সিলর মোছাঃ জোবাইদা বেগম, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, সহকারী প্রকৌশলী মোঃ সাগর মন্ডল, উপসহকারী প্রকৌশলী হুমায়ন কবীর, গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আলহাজ¦ সামছুল আলম, আলহাজ¦ চাঁন মিয়া, আবু জাফর, ইফতেখার হোসেন, ঠিকাদার আনোয়ারুল হক শামীম ও ঠিকাদার ওমরাহ শেখ হৃদয় প্রমুখ।
বগুড়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে ওই এলাকায় ১৬০ মিটার রাস্তার সিসি ঢালাই কাজ শুরু হয়েছে।