April 19, 2024, 5:13 pm

ইউক্রেনের ৬ হাজার সেনা রাশিয়ায় বন্দি

যমুনা নিউজ বিডিঃ রাশিয়া দাবি করেছে, তাদের হাতে বর্তমানে ৬ হাজার ইউক্রেনীয় সেনা বন্দি আছে। বন্দি ইউক্রেনীয় সেনাদের মধ্যে কিছু রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। আর বাকিদের আটক করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম আরআইএ নভোস্তি।

তাছাড়া ১৪৪ জন ইউক্রেনীয় সেনাকে বন্দি বিনিময়ের মাধ্যমে ছেড়ে দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে রাশিয়া।

বুধবার ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা জানায়, রাশিয়ার কাছ থেকে নিজেদের ১৪৪ সেনাকে ঘরে ফিরিয়ে এনেছে ইউক্রেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যে ১৪৪ জনকে ইউক্রেনের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন নিজে।

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া যে ১৪৪ জনকে ফিরিয়ে দিয়েছে তাদের মধ্যে ৯৫ জন মারিউপোলের আজভস্টালে আশ্রয় নিয়েছিলেন। এই ৯৫ জনের মধ্যে আবার ৩৯ ছিলেন আজভ ব্রিগেডের সেনা। যাদের ধরতেই রুশ সেনারা সর্বশক্তি প্রয়োগ করেছিলেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD