April 20, 2024, 10:34 am

সৌদিআরবে করোনায় গত ২৪ ঘন্টায় মৃতঃ ৩২ জন

নিউজ ডেস্কঃ সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৭৫ জন করোনারোগী শনাক্ত হয়েছে। ফলে দেশটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা মোট ৯৩ হাজার ১৫৭ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩২ জন। এ নিয়ে করোনায় দেশটিতে মৃতের সংখ্যা মোট ৬১১ জন। নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৮০৬ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৯৬৫ জন।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমানে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন আছেন ২৩ হাজার ৫৮১ জন। আশঙ্কাজনক অবস্থায় আছেন এক হাজার ৩৮১ জন।
দেশটিতে গত কয়েকদিন আগে আক্রান্তের সংখ্যা কিছু কমলেও আবার আক্রান্তের    সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এবং এ ভাইরাসজনিত কারণে দৈনিক মৃত্যুর সংখ্যাও আগের থেকে বেড়েছে।
গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে করোনাভাইরাসের প্রকোপে। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৮৫ হাজারের বেশি।
মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ ৮৮ হাজার। তবে ২৮ লাখ ২০ হাজারের বেশি রুগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD