February 1, 2023, 6:14 pm
যমুনা নিউজ বিডিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই মো. সিয়াম মিয়াকে (১৯) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া সিয়াম উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের নোমান মিয়ার ছেলে।
বুধবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে জেলার গৌরীপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় জানান, গত ২১ জুন মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নওপাড়া গ্রামের নোমান মিয়ার ছেলে জার্মান মিয়া মাদকের টাকা সংগ্রহ করতে বাড়িতে থাকা একটি ছাগল নিয়ে যেতে চাইলে বাধা দেন তারই ছোট ভাই সিয়াম মিয়া।
এ নিয়ে প্রথমে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে ধারালো দা দিয়ে জার্মান মিয়ার বুকে কোপ দেন সিয়াম। পরে জার্মানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় রাতেই নিহতের বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় ছেলে সিয়াম মিয়াকে আসামি করে হত্যা মামলা করেন।