March 29, 2024, 3:46 pm

উখিয়ায় শিক্ষিকাকে কোপালো বখাটে রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার দুই নম্বর রোহিঙ্গা শিবিরে বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি’র পরিচালিত একটি লার্নিং সেন্টারে ঢুকে এক শিক্ষিকাকে কুপিয়েছে এক বখাটে রোহিঙ্গা। ওই শিক্ষিকার নাম ডেইজি বড়ুয়া বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ওই রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বিষয়টি নিশ্চিত করে রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক জানান, এ ঘটনার পর পরই অভিযুক্ত ওই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তার নাম-পরিচয়সহ বিস্তারিত জানানো হবে।

বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি’র প্রধান নির্বাহী বিমল চন্দ্র সরকার জানান, ক্লাস চলাকালীন ওই রোহিঙ্গা ধারালো বঁটি দিয়ে বাইরে এলোপাতাড়ি কোপাচ্ছিল। এক পর্যায়ে তিনি লার্নিং সেন্টারের ভেতরে ঢুকে ডেইজি বড়ুয়া নামের ওই শিক্ষিকাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, “আমরা শুনেছি, ওই রোহিঙ্গা মাদকাসক্ত এবং খারাপ প্রকৃতির লোক। কিছুদিন আগে সে জেল থেকে বের হয়েছে।”

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামছুদ্দৌজা বলেন, “বিষয়টি আমরা অবগত হওয়ার পরই আইন শৃংখলাবাহিনীকে জানিয়েছি। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD