March 29, 2024, 6:47 am

বগুড়ায় বিএনপির কালো পতাকা মিছিল

ষ্টাফ রিপোর্টার:  বগুড়ায় জেলা বিএনপির কালো পতাকা মিছিল। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়ায় কালো পতাকা মিছিল করেছে বগুড়া জেলা বিএনপি।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল সারে তিন টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে নবাববাড়ীস্থ বিএনপির দলীয় কার্যালয়ে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমরা রাজপথে দাঁড়িয়ে আছি। দেশের ১৮ কোটির মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা রাজপথে মানুষের পাশে দাঁড়িয়ে থাকবো। আমরা রাজপথে দাঁড়িয়ে আছি। আমরা রাজপথে দাঁড়িয়ে থাকবো। আমরা শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক রাজনীতি করি-আমরা বাংলাদেশে রাজনীতি করবো নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বাকশালে বিশ্বাস করে না। দেশের জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো ভালোবাসা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমজীবী ও দিনমজুরসহ নিম্ম আয়ের মানুষ খুবই কষ্টে রয়েছে। তাদের নেই কোনো ভাতের, ভোটের, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার। সব মিলিয়ে বাংলাদেশের মানুষ এখন অধিকারহারা জাতিতে পরিণত হয়েছে। ইনশাআল্লাহ, এই দুঃশাসনের অবসান হবেই। বক্তারা আরো বলেন আর যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের ১৮ কোটির মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে না আনবো, ততক্ষণ ঠিক এভাবেই আমরা রাজপথে মানুষের পাশে দাঁড়িয়ে থাকবো। ৭ই জানুয়ারি নির্বাচনের নামে এখানে একটি প্রহসনের নাটক অনুষ্ঠিত হয়েছে। দেশের কোটি কোটি মানুষ সেই নির্বাচনকে বর্জন করেছে। আর এখানে কোন নির্বাচন হয় নাই। এটা শুধু বিএনপি ও বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ শুধু বলে নাই, আওয়ামী লীগের যারা ভোটার ছিলো, তারাও এই নির্বাচনে যায় নাই। কালো পতাকা মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি লাভলী রহমান, এম আর ইসলাম স্বাধীন, এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, এ্যাড. আব্দুল বাছেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন, তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাইন, মনিরুজ্জামান মনির, বগুড়া জেলা যুবদলের ভারপ্রাপ্ত যুগ্ন আহবায়ক আতাউর রহমান শম্ভু, জেলাস শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা কৃষকদলের আহবায়ক সাইফুল ইসলাম, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি এবং বগুড়া জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযগী সংংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD