April 23, 2024, 9:16 pm

রোটারী ক্লাব অব বগুড়া ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ভিটামিন ‘এ’ ক্যাপসুল শুধু শিশুদের অন্ধত্ব দূর করে না, শিশুদের পুষ্টি ঘাটতিও পূরণ করে। বুধবার বগুড়া স্বাস্থ্য বিভাগ ও বগুড়া পৌরসভার আয়োজনে বগুড়ার সাতমাথায় জিরো পয়েন্টসহ বগুড়া পৌরসভার চারটি গুরুত্ব পূর্ণ এলাকায় প্রতিবছরের মতো রোটারী ক্লাব অব বগুড়া ভ্রাম্যমাণ বুথ তৈরীর মাধ্যমে ৬ মাস হতে ৫ বছরের শিশুদের ভিটামিন “এ”এর অভাব জনিত রোগ বালাই থেকে রার জন্য ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো তে সহযোগিতা করে আসছে। সকাল ৯টায় সাতমাথা বুথে শিশুদের ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করেন রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটা. সৈয়দ আহম্মদ কিরণ।

এসময় আরও উপস্থিত ছিলেন পিপি রোটা. মামদুদুর রহমান শিফন, পিপি রোটা. এম এ জিন্নাহ, পিপি রোটা. মোস্তফিজার রহমান, সেক্রেটারি রোটা. রফিকুল ইসলাম বুলবুল, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. ডাঃ মো. মুনছুর রহমান, রোটা.শামসুর রহমান (তাইফ), রোটা সঞ্জীব প্রসাদ জয়সোয়াল, রোটা. মো. নবিউল ইসলাম নয়ন, রোটা. মো. শফিউর রহমান (মিলন), রোটা. মো. সাজেদুল বারী লিখন, রোটা. চন্দন কুমার রায়, রোটা. মো. সানাউল হক দুলাল, রোটা. ইয়াসমিন হাসান, রোটা. টি.এম আব্দুল্লাহ আল মামুন, রোটার‌্যাক্ট কাব অব বগুড়া’র পিপি রোটার‌্যাক্ট শাহান-ই-জেসমিন ডরোথী, পিপি রোটার‌্যাক্ট মির্জা শাহ রেজা, রোটার‌্যাক্ট নাজমুল হুদা আতিক, পিপি রোটার‌্যাক্ট আইনুল ইসলাম, পিপি রোটার‌্যাক্ট আবু বক্কর সিদ্দিক সোহান, আইপিপি রোটার‌্যাক্ট তাইজুল ইসলাম সুমন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটার‌্যাক্ট আজিজুল হক রানা, রোটার‌্যাক্ট সোহাগ মিয়া, রোটার‌্যাক্ট আব্দুল মাজেদ, রোটার‌্যাক্ট সালমান কবির স্বাধিন, রোটার‌্যাক্ট আলিফ রহমান, রোটার‌্যাক্ট আব্দুস সালাম, রোটার‌্যাক্ট মাহমুদুল হাসান, ইন্টার‌্যাক্ট ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট ইন্টার‌্যাক্ট পরসসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য বগুড়ার চারটি পয়েন্ট সাতমাথা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, ফুলতলা, ও নারুলী বাস স্ট্যান্ড এ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভিটামিন এ ক্যাপসুল উল্লেখিত বয়সের শিশুদের বিনামূল্যে খাওয়ানো হয়। ৪টি ক্যাম্পে মোট লাল রং এর ক্যাপসুল খাওয়ানো হয় ১ হাজার ১শ’ ৭৩টি ও নীল রং এর ১শ’ ৪টি। খবর বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD