June 1, 2023, 2:47 am
গাইবান্ধা প্রতিনিধি : পলাশবাড়ীর বাসুদেবপুরে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ে খেলার উদ্বোধন মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের ২০টি বিদ্যালয়ের সমন্বয়ে বালক ও বালিকা দলের ফুটবল খেলা উদ্বোধন করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্টে ওই ইউনিয়নের ২০টি বিদ্যালয় নিয়ে বালক দল ১০ ও বালিকা দল ১০টি যাচাই-বাছাইয়ের জন্য ১ম পর্যায়ে বালক ও বালিকা মিলে ১০টি ম্যাচে খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম জুনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং বরিশাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান মন্ডল। রিফারীর দায়িত্ব পালন করেন রামপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। ১ম খেলায় জুনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করেছেন।