October 4, 2024, 12:08 pm

কক্সবাজারে আবাসিক হোটেলে জুয়ার আসর, ১২ লাখ টাকাসহ আটক ৮

যমুনা নিউজ বিডিঃ কক্সবাজারের হোটেল মোটেল জোন এলাকা থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ ১২ লাখ টাকাসহ আটজনকে আটক করেছে র‌্যাব। সোমবার (১৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার লাইট হাউসে একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আলমগীর হোসেন মুন্না, নবী সুলতান, কবির আহমদ, শামীম আহমেদ, কামাল উদ্দিন, কাজি রাসেল আহমেদ নোবেল, মোহাম্মদ নুর ও রবিউল হোসেন। তাদের মধ্যে মুন্না ও নোবেল স্বেচ্ছাসেবক লীগ নেতা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ উপ-অধিনায়ক মঞ্জুর মেহেদী। তিনি জানান, দীর্ঘ দিন ধরে হোটেল মোটেল জোনে একটি চক্র বড় বড় জুয়ার আসর বসায়। এটা জানতে পেরে গোয়েন্দা নজরদারিতে রেখে আজ অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১২ লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD