October 13, 2024, 2:20 pm
যমুনা নিউজ বিডিঃ গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ জুন) গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ, জেলা কৃষক দলের সভাপতি মো. ইলিয়াস হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু ও আনিছুর রহমান নাদিম প্রমুখ।
বক্তারা বলেন, আজ দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে গিয়ে হিমশিম খাচ্ছে। সয়াবিন তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। তাই বক্তারা গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং দ্রব্যের মূল্য কমানোর জোর দাবি জানান।
শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।