April 20, 2024, 8:51 am

বগুড়া জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শনিবার বিকেলে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম। বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন ও লাভলী রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একেএম আহসানুল তৈয়ব জাকির, ডাঃ মামুনুর রশিদ মিঠু, এম আর ইসলাম স্বাধীন, এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, একেএম তৌহিদুল আলম মামুন, মাফতুন আহমেদ খান রুবেল, শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, মনিরুজ্জামান মনি, সাইদুজ্জামান সাকিল ও শামিম আক্তার পলিন, বিএনপি নেতা ডাঃ আশিক মাহমুদ ইকবাল, হুমায়ুন কবীর গেদা, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, সোলায়মান আলী, জেলা মৎস্যজীবী দলের সভাপতি ময়নুল হক বকুল, সদস্য সচিব খলিলুর রহমান, আরিফুল ইসলাম, জেলা কৃষকদলের সদস্য সচিব সাইফুল ইসলাম বাবলু, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ সরোয়ার, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মুন্সীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের জেলা, উপজেলা, শহর, ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ। এদিকে সমাবেশ ঘিরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হয়। এক পর্যায়ে শহরের নবাববাড়ি রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের দক্ষিণ পাশে নবাববাড়ি সড়কে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। ওই সময় মিছিল আর শ্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশ স্থল।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মুল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সেদিকে খেয়াল নেই সরকারের। এ অবস্থা থেকে জনগণ মুক্তি চায়। বক্তারা বলেন বিএনপি জনগণের দল। বিএনপি জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করে। তাই আগামীদিনে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার মধ্য দিয়ে বিএনপিকে আরো শক্তিশালী হতে হবে। সমাবেশ চলাকালে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD