February 8, 2023, 6:13 pm

মালিতে বোমা বিস্ফোরণে জাতিসংঘের ২ শান্তিরক্ষী নিহত

যমুনা নিউজ বিডিঃ পশ্চিম আফ্রিকার দেশ মালিতে পেতে রাখা বোমা বিস্ফোরণে জাতিসংঘ মিশনের শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। শুক্রবার (৩ জুন) মালির মধ্যাঞ্চলীয় শহর দুয়েনজার কাছে টিম্বুকতুর পথে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ও মালি মিশনের প্রধান আল ঘাসিম ওয়ানে ঘটনাটি নিশ্চিত করেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, একটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হয়। সেনা সদস্যদের বহনকারী গাড়িটি পেতে রাখা আইইডিতে আঘাত করলে সেটি বিস্ফোরিত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ‘২২ মে থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর গাড়িবহরের সঙ্গে বিস্ফোরণের ষষ্ঠ ঘটনা এটি।’ হতাহত সেনারা মালির শান্তিরক্ষা মিশনের মিশরীয় কন্টিনজেন্টের অংশ বলে জানা গেছে। এর আগে, বুধবার উত্তর মালিতে আরেকটি ঘটনায় জর্ডানের এক শান্তিরক্ষী নিহত ও আরও তিন জন আহত হন।

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ১৩ হাজার সদস্য কাজ করছেন। জাতিসংঘের অন্যতম বড় এই শান্তিরক্ষা মিশনটি সবচেয়ে বিপজ্জনক মিশনগুলোর মধ্যে একটি বলে মনে করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD