October 4, 2024, 11:11 am
স্টাফ রিপোর্টার : বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে ডিবি পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা শহরের খান্দার এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মোস্তাকিম রহমান (৪০), গোকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা গোকুল এলাকার মৃত মজিবর রহমানের ছেলে সবুজ সরকার (৪০) ও ফুলতলা এলাকার দুলু প্রামাণিকের ছেলে নাসির (৩৫)।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) মো: মুস্তাফিজ হাসান তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক পৌর কাউন্সিলর মোস্তাকিম রহমান ২টি হত্যা ও ১টি বিস্ফোরক মামলার আসামি। গত ৫ আগষ্ট শেখ হাসিনার সরকার পতনে বৈষম্য বরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ২ জন আন্দোলনকারীকে হত্যা ও বিস্ফোরণের ঘটনায় জড়িত তিনি।
এছাড়া সাবেক ইউপি চেয়ারম্যান সবুজ সরকারের বিরুদ্ধেও ওই দুটি হত্যা ও বিস্ফোরকসহ ৩টি মামলা রয়েছে। অপর দিকে, ধৃত যুবলীগ নেতা নাসিরের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।