October 4, 2024, 11:30 am

আ.লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে: দুদু

যমুনা নিউজ বিডি: আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, এক সময় আওয়ামী লীগ বলত- বিএনপির নেতা কে আর আছে? আর আজ যদি আমরা বলি আওয়ামী লীগের নেতা কে আছে? আওয়ামী লীগের কোনো নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না! তারা এখন কোথায়? আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে। কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকালে রাজশাহীতে আয়োজিত বিভাগীয় শোভাযাত্রা পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরের আলুপট্টি মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে রাজশাহী বিভাগের আট জেলার দলীয় নেতাকর্মীরা যোগ দেন।

সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। যেদিন ভোট হবে, ভোটের মধ্য দিয়ে মানুষ পছন্দের প্রার্থীকে তার ভোট দিতে পারবে, সেদিন আমরা বুঝবো দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে। এ জন্য বিএনপির নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির পতাকা যেন সারাবিশ্বে তুলে ধরতে পারি।

তিনি বলেন, শেখ হাসিনা শুধু পালিয়েই যায়নি। এ দেশ থেকে তার নাম-নিশানা পর্যন্ত মুছে গেছে। তার দল করার মতো লোকজনকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এত চুরি তারা করবে তা দেশের মানুষও বুঝতে পারেনি। বাংলাদেশে এত চুরি শেখ মুজিবের দল দেখাবে সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি। সকল ব্যাংক তারা লুটপাট করেছে। এই যে রাজশাহী জুটমিল, তারা বন্ধ করে দিয়েছে। সারা বাংলাদেশে শত শত মানুষকে হত্যা করেছে।

দলের নেতাকর্মীদের সতর্ক করে বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বলেন, এখনো আমরা সরকারে যাইনি- মাথায় রাখতে হবে, সংগঠিত হতে হবে। আগামী দিনের জন্য তৈরি হতে হবে। গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে জনগণের বিজয় অর্জিত হয়েছে। জনগণকে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে চলমান আন্দোলন ধরে রাখতে হবে। নেতাকর্মীদের দেশ গঠনের কাজে মনোনিবেশ করতে হবে। আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের সবাইকে প্রস্তুত হতে হবে।

মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈসার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান লালু, হাবিবুর রহমান হাবিব, ইঞ্জিনিয়ার খালিদ চৌধুরী পাহিন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শফিকুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।

সমাবেশ সঞ্চালন করেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশীদ ও জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন।

সমাবেশে রাজশাহী বিভাগের ৮ জেলার স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD