September 11, 2024, 1:25 pm

জাতীয়তাবাদী কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন সাবেক এমপি মোশারফ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও (নন্দীগ্রাম-কাহালু) ৩৯, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেনকে সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি শহিদুল ইসলাম বাবুলের জায়গায় এই দায়িত্ব পেয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল থাকবেন।
২১শে আগস্ট (বুধবার) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলেরও দলীয় পদ স্থগিত করে বিএনপি। বুধবার ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়। এই ঘটনার জেরে তাদের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুল দুজনেরই বাড়ি ফরিদপুর–২ সংসদীয় আসনের অন্তর্গত নগরকান্দা উপজেলায়। দুজনই ওই আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD