September 11, 2024, 12:57 pm
যমুনা নিউজ বিডি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বগুড়ায় চারজন যুবদল নেতাকে বহিস্কার করা হয়েছে। এর হলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান আলী রাঙ্গা, লাহিড়ীপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন সরকার, গোকুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিপুল এবং শাজাহানপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ।
জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের নির্দেশক্রমে তাদেরকে দলীয় সকল ধরণের পদ হতে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক শাহাদত হোসেন সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।