September 11, 2024, 1:34 pm

বগুড়ায় ছাত্র জনতা আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

ষ্টাফ নরিপোর্টার:  বগুড়ায় কোটা সংস্কারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুন্নবী সালাম, জাহিদুল ইসলাম হেলাল, খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গীর আলম, আবু হাসান, নুরে আলম সিদ্দিকী রিগ্যান, প্রভাষক একেএম মেহেদী হাসান, দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের খতিব মাওঃ আব্দুল কাদির। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

একই সময়ে বগুড়া শহরের সাতমাথায় মুক্তমঞ্চে ওলামা মাশেয়ক পরিষদ থেকে একই বিষয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিভিন্ন পর্যায়ের আলেম ওলামায়েগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD