September 11, 2024, 12:40 pm

ভারতকে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা শ্রীলঙ্কার

যমুনা নিউজ বিডি: নারী এশিয়া কাপ ক্রিকেটে প্রথম ৪টি আসরসহ মোট পাঁচবার ফাইনালে উঠে প্রতিবারই হতাশ করেছে শ্রীলঙ্কা। ফাইনালে ভারতের কাছে হারকেই যেনো এতোদিন নিয়তি বলে মেনে নিয়েছে শ্রীলঙ্কার মেয়েরা।

নারী এশিয়া কাপের ফাইনালে চোকার্স অপবাদ অবশেষে লাঘব করেছে শ্রীলঙ্কা। ডাম্বুলায় অনুষ্ঠিত ফাইনালে ১৯ তম ওভারের ৪র্থ বলে পুজা বস্ত্রাকরকে লং অনের উপর দিয়ে দিলহারির ছক্কার সঙ্গে সঙ্গে ৮ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলঙ্কা।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে স্মৃতি মান্ধনার ৪৭ বলে ১০ বাউন্ডারিতে ৬৭, রিকা ঘোষের ১৪ বলে ৪ চার, ১ ছক্কায় ৩০ রানে ১৬৫/৬ স্কোর পায় ভারত। শ্রীলঙ্কার দিলহারি পেয়েছেন ২ উইকেট (২/৩৬)।

মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে এই স্কোরটা অনেক বড়। তবে ১৬৬ রানের চ্যালেঞ্জে শুরু থেকেই ব্যাট চওড়া করেছে শ্রীলঙ্কা। অধিনায়ক চামারি আতাপাত্তু ব্যাটে তুলেছেন ঝড়।

৪৩ বলে ৯ চার, ২ ছক্কায় ৬১ রান করেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৩ বলে ৮৭ রানে দিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক নেতৃত্ব। দিপ্তী শর্মার বলে বোল্ড হয়ে চামারি ফিরে গেলেও শ্রীলঙ্কাকে শঙ্কায় পড়তে দেননি হারসিথা সামারাবিক্রমা-কাভিসা দিলহারি। অবিচ্ছিন্ন ৩য় উইকেট জুটিতে ৫১ বলে ৭৩ রান যোগ করে ভারতকে হতভম্ব করেছেন তারা।

শেষ ২৪ বলে ৩৪ রানের টার্গেট যখন শ্রীলঙ্কার সামনে, তখনও ম্যাচটা ছিল ভারতের। তবে ১৮তম ওভারে ভারতের বাঁ হাতি স্পিনার রাধা যাদবকে হারসিথা ১ ছক্কা ২ বাউন্ডারি মেরে ১৭ রান আদায় করলে স্টেডিয়াম উপচে পড়া দর্শক জয়ের আবহ পায়।

শেষ ১২ বলে ৮ রানের টার্গেট পাড়ি দিতে শেষ ওভার থ্রিলার পর্যন্ত ম্যাচটা নিতে দেননি হারসিথা-দিলহারি। হারসিথার ৫১ বলে ৬ চার, ২ ছক্কায় ৬৯ এবং দিলহারির ১৬ বলে ১ চার, ২ ছক্বায় হার না মানা ৩০ রানে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জয়ের উৎসবে ফেটে পড়ে শ্রীলঙ্কা।

ভারত : ১৬৫/৬ (২০.০ ওভারে)
শ্রীলঙ্কা : ১৬৭/২ (১৮.৪ ওভারে)
ফল : শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ফাইনাল : হারসিথা সামারাবিক্রমা (শ্রীলঙ্কা)।
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট : চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা)।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD