September 11, 2024, 1:28 pm

১৬ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কেনার প্রস্তাব অনুমোদন

যমুনা নিউজ বিডি: বিশ্বের ৭টি দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জি-টু-জি চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল কিনবে বাংলাদেশ সরকার। ২০২৪ সালের জুলাই-ডিসেম্বর সময়ের প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুযায়ী এই ক্রয় প্রস্তাব দেওয়া হয়।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান।

তিনি বলেন, আমরা কোন কোন দেশ থেকে কী পরিমাণ জ্বালানি তেল কিনবো এ বিষয়ে আগে থেকেই নেগোশিয়েট করে রাখতে হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এই ক্রয় প্রস্তাবের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৪৮৪ দশমিক ৪৫ কোটি টাকা।

সুপারিশ করা দরদাতা প্রতিষ্ঠানগুলো হলো- ওকিউটি ওমান, পিআইএলসিএল মালয়েশিয়া, পিআইটিটি থাইল্যান্ড, এনকো আরব আমিরাত, পেট্রো চায়না চীন, বিএসপি ইন্দোনেশিয়া, ইউনিপেক চীন এবং আইওসিএল মালয়েশিয়া।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD