October 13, 2024, 12:53 am
যমুনা নিউজ বিডিঃ অধিকৃত পশ্চিম তীরে একটি শরণার্থী শিবিরে বৃহস্পতিবার ইসরায়েলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষ চলাকালে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেথেলহামের বাইরে ধাইশাহ শরণার্থী শিবিরে এ সংঘর্ষ হয়। নিহত ফিলিস্তিনি নাগরিকের নাম আইমান মুহাইসেন। তার বয়স ২৯ বছর।
সেখানে এ সংঘর্ষের ব্যাপারে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
খবর এএফপি