October 11, 2024, 4:34 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে এক বাসায় অভিযান চালিয়ে ৩০ পিস নেশার এ্যাম্পুল ইনজেকশনসহ আনিছুর রহমান (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা। রবিবার বিকেলে আদমদীঘির সান্তাহারে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আনিছুর রহমান উপজেলার পেঁাওতা টিকরী গ্রামের হাবিল প্রামানিকের ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক লুৎফর রহমান জানান, আদমদীঘির পেঁাওতা টিকরী গ্রামে জনৈক আনিছুর রহমানের বাসায় মাদকদ্রব্য মজুত রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় সঙ্গীয় সদস্যরা ওই বাসায় তল্লাশি করে মাদক ব্যবসায়ী আনিছুর রহমানের শয়ন ঘরে একটি কাপড়ের ব্যাগের ভিতরে লুকিয়ে রাখা ৩০ পিস এ্যাম্পুল উদ্ধারসহ আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।