admin
- Sunday, May 29, 2022 / 349 বার পঠিত
সৌরভ মাহমুদ হারুন : রোববার কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে অবস্থিত বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে পলিটেকনিক ইনস্টিটিউট এর হল রুমে নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এরশাদুল ইসলামের মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মাষ্টার, সহকারী অধ্যাপক ও পরিচালনা কমিটির পরিচালক ইন্সেটাক্টর মোঃ মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ এনামুল হক শান্ত,দৈনিক কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, দৈনিক মানব জমিন বুড়িচং প্রতিনিধি মোঃ মোছলেম উদ্দিন, অভিভাবক মোঃ ফোরকান উদ্দিন, চীফ ইন্সেটাক্টর ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান, কোঅরডিনেটর সেইভ মোঃ রাফি আহাম্মদ।
আরও বক্তব্য রাখেন মডেল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক যথাক্রমে মোঃ রহমত উল্লাহ রাজিব, এম বিল্লাল হোসেন, আশ্রাফুল ইসলাম, মোঃ তামিম ইকবাল হোসেন, জিয়াউল হায়দার, মোবারক হোসেন, আব্দুল জলিল, আবুল খায়ের, অফিস সহকারী হিসাব রক্ষক মহি উদ্দিন, আরাফাত আবির। উল্লেখঢ় যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৪ বছর মেয়াদি ও তিন মাস মেয়াদি বিভিন্ন কোর্সে ভর্তি চলছে বলে প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ তাদের বক্তব্যে জানান।
আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ ও বিশেষ অতিথি বৃন্দ নবীন শিক্ষার্থীদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।