March 23, 2023, 11:29 am
তারিকুল আলম, সিরাজগঞ্জঃ ক্ষুদ্রনৃ- গোষ্ঠীর মেয়ে সাধনা মহাতোর ভাগ্যের চাঁকা ঘুরলো সিরাজগঞ্জের উল্লাপাড়ার এমপি তানভীর ইমামের সহায়তায়। ইটভাটার শ্রমিক সুধির চন্দ্র মাহাতোর ২ ছেলে ও ২ মেয়ের মধ্যে সবার ছোট সাধনা মাহাতো।টাকার অভাবে এসএসসি ও এইচ এসসি ভাল রেজাল্ট করেও পড়ালেখা চালাতে ভর্তি হতে পারছিলনা কোথাও। এ খবর শুনতে পেয়ে তানভীর ইমাম তার ব্যাক্তিগত তহবিল থেকে ১ লক্ষ টাকা দেয় সাধনা মাহাতোকে। সেই টাকা নিয়ে সাধনা ভর্তি হয় টাইঙ্গালে শেখ হাসিনা মেডিকেল কলেজে। প্রয়োজনে আরো সহায়তার আস্বস ও দেয়া হয় তাকে। তানভীর ইমাম জানান, সমাজের অবহেলিত ক্ষুদ্র ই গোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনার লক্ষেই এি সহায়তা প্রদান, এছাড়া সাধনা উল্লাপাড়ার নয় রায়গঞ্জ উপজেলার ধলজান গ্রামের মেয়ে। তারপর ও আমি তাকে সহায়তা দিয়েছি।প্রয়োজনে আরো সহযোগিতা করবো।এটা আমি করছি মানবিক মূল্যবোধ থেকে। এছাড়া বর্তমান সরকারের সময় সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। উল্লাপাড়ায় লেগেছে শহরের ছোয়া। গ্রামের প্রত্যান্ত অঞ্চলে পাকা সড়ক ব্রিজ – কালভাট শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ গড়ে উঠেছে নানা অবকাঠামো। বিদ্যুতে আলোকিত প্রত্যাশা গ্রাম অঞ্চল, কয়েক বছরে পাল্টেছে উপজেলার আর্ত সামাজিক অবস্থা। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস ভাবে কাজ করে চলছেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম।১৪ টি ইউনিয়ন নিয়ে চলনবিল অধুমিত উল্লাপাড়া উপজেলা। প্রধান মন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের সার্বিক সহযোগিতায় শুরু হয় উল্লাপাড়ার উন্নয়ন কর্মকাণ্ড। বাবার দেখানো সেই পথে অক্লান্ত পরিশ্রমে এলাকার দৃশ্যপট বদলে দিয়েছেন বর্তমান সাংসদ তানভীর ইমাম।২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত আড়াই হাজার কোটি টাকার ভৌত অবকাঠামোর উন্নয়ন রয়েছে এই আসনে,চলমান রয়েছে বেশকিছু রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট,শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ। যাব বলে বদলে গেছে স্থানীয়দের জীবন যাত্রা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি প্রকল্প তদারকি করেন এমপি তানভীর ইমাম, অবহেলিত জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আওয়ামী সরকারের এই পথচলা আরো বেগবান করতে সবাইকে ঔক্যবধ্য থাকার আহব্বান সংসদ তানভীর ইমামের।