October 11, 2024, 10:00 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

রাজশাহীতে ৮ জুয়াড়ি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত রোববার দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানার বসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মানিক (৪৩), শাকিল হোসেন মিঠু (৩৫), সাইফুল ইসলাম (৩২), নয়ন (২৯), সাইদুল ইসলাম (৪৫), আনারুল ইসলাম (৩০), পিয়ারুল ইসলাম (৩২) ও হাসান আলী (৫০)। তারা সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা এলাকার বাসিন্দা।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান করছিলো। এসময় রাজপাড়া থানার বসুয়া আলীর মোড় এলাকায় জুয়াড়িরা তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে রাত দেড়টায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে টাকা ও তাস উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD