October 11, 2024, 11:07 am
ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে ১ (এক) কেজি গাঁজাসহ মোঃ আসাদুল হক (২৫) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ আসাদুল হক লালমনিরহাট সদর উপজেলার চর শিবেরকুঠি এলাকার মোঃ আজিবর আলীর ছেলে।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ ফেব্রুয়ারি) বগুড়া সদর উপজেলার ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে ১ (এক) কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।